খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

শেখ কামাল ইনকিউবেশন সেন্ট্রারে ডিজিটাল বিজ’র বর্ষপূর্তি ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত শেখ কামাল ইনকিউবেশন সেন্ট্রার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ডিজিটাল বিজ’র বর্ষপূর্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারী ডিজিটাল বিজ এর যাত্রা শুরু হয়েছিলো। রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেক কেটে, আনন্দ উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন ডিজিটাল বিজ’র সদস্যরা।

ডিজিটাল বিজ’র প্রধান নির্বাহী কর্মকর্তা খুলনা গেজেটকে বলেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুমতি এবং সহযোগীতা নিয়ে এক বছর আগে ১২ ফেব্রুয়ারী আমরা কার্যক্রম শুরু করি। তৎকালীন কুয়েটের ভিসি স্যার আমাদের এ কার্যক্রম কেক কেটে উদ্বোধন করেছিলেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই সেক্টরে যারা নতুন আসতে আগ্রহী তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। গত এক বছরে আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভলপমেন্ট’র উপর ২’শ জন শিক্ষিত বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করেছি। ৬ মাস এবং ৩ মাস মেয়াদী তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের একান্ত সচিব আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন,
ডিজিটাল বিজ’র উপদেষ্টা শাহজাহান হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল বিজ’র প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান প্রিন্স, প্রশিক্ষক নাজমুস সাকিব, কো-অর্ডিনেটর ফাহমিদা মিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন ও নূর।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!