খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

শুরুতেই ফিরলেন লিটন-ইমন

ক্রীড়া ডেস্ক

শুরুতে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল জিম্বাবুয়ে। সেখান থেকে রায়ার্ন বার্লের ব্যাটে ১৫৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে শুরুতে ফিরে গেছেন ওপেনার লিটন দাস ও পারভেজ ইমন।

বাংলাদেশ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা এনামুল হক ১০ রান করেছেন। তার সঙ্গী নাজমুল শান্ত। লিটন ৬ বলে ১৩ করে আউট হয়েছেন। অভিষিক্ত ইমন করতে পেরেছেন ৬ বলে ২ রান।

এর আগে জিম্বাবুয়ের হয়ে বার্ল ২৮ বলে করেন ৫৪ রান। ছয়টি ছক্কা ও দুটি চার মারেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন লুক জনজি। এছাড়া ওপেনার রেগিস চাকাভা ১৭ এবং ক্রেগ আরভিন ২৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২২ করে রান দিয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজ ও মোসাদ্দেক। শেখ মেহেদি ও হাসান মাহমুদ ৪ ওভারে ২৮ করে রান দিয়ে নেন দুটি করে উইকেট। মাহমুদউল্লাহ ২ ওভারে ৮ রানে নেন এক উইকেট। নিয়মিত স্পিনার নাসুম ২ ওভারে ৪০ রান হজম করেন।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!