হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো শুরু এনে দেন বোলাররা। তবে কুশল মেন্ডিসের ফিফটিতে চাপ সামাল দিয়েছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দলীয় ১৩ রানে ৬ বলে ১ রান করা নিশান মাদুশকাকে সাজঘরে ফেরান তিনি।
এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে শুরুর ধাক্কা সামাল দেন পাথুম নিশাঙ্কা। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে আউট করে বাংলাদশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম।
এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কুশল। তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
খুলনা গেজেট/এএজে