খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান

শিল্পকলা একাডেমিতে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প উৎসব

নিজস্ব প্রতিবেদক

২৬-২৮ ডিসেম্বর খুলনা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক শিল্প উৎসব-২০২৪। ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশ এ আন্তর্জাতিক শিল্প উৎসবের আয়োজন করে। উৎসবে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের ৬৭ জন চিত্রশিল্পীর মোট ১১৩ টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। এরমধ্যে বাংলাদেশের ৫৩ টি, ভারতের ৯টি ও পাকিস্তানের ৫ টি।

শনিবার (২৮ ডিসেম্বর) ছিল উৎসবের শেষ দিন। বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রধান মোঃ আমিনুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এ ধরনের শিল্প প্রদর্শনী আয়োজনের মাধ্যমে আমাদের শিল্প চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেন আমাদের এই চর্চা, আমাদের শিল্পীর সুনাম, এ অঙ্গনে আমাদের যে সুনাম অর্জিত হয়েছে তা সামনের দিকে যেন আরও বেগবান হয় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। শিল্পচর্চাকে সবার মাঝো আগ্রহী করে তুলতে হবে।
আমন্ত্রিত আরেক অতিথি ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায় তার বক্তৃতা বলেন, প্রদর্শনীতে চিত্রকর্মের কাজ গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। চিত্রকর্মগুলো বিভিন্ন মাধ্যমে জল রং, তেল রং এক তেলে বিভিন্ন মাধ্যমের কাজগুলো অনেক সুন্দর হয়েছে। ছোট সোনামণিদের কাজগুলোও অনেক সুন্দর হয়েছে। শিশুরা যদি চিত্রকলার কাজে সময় দেয় এতে করে তাদের মনন বিকশিত হয়। তাই অভিভাবকদের উচিত যখন তারা মোবাইলের দিকে আসক্ত হবে তখন তাদেরকে চিত্রকর্মের দিকে মনোযোগী করে তোলা।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশের সভাপতি চিত্রশিল্পী খলিফা পলাশ। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ শিল্প উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সোনিয়া ইবনে হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ মামুন রেজা, এটিএন নিউজের খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল ও সমীর কুমার বৈরাগী।

উৎসবের অন্যতম আয়োজক ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশের সভাপতি চিত্রশিল্পী খলিফা পলাশ খুলনা গেজেটকে বলেন, মূলত বাঙালী সংস্কৃতিকে শিল্প কর্মের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তুলে ধরার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এই আয়োজন। গত ৩ বছর ধরে ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে এ ধরণের আয়োজন করে আসছি। এবারের শিল্প উৎসবে বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বাঙালীর নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!