খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি: আইন উপদেষ্টা
  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত
  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম

শিরোমনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি পুর্বপাড়া খানবাড়ী (আরএস টাওয়ার ) মাদরাসা মারকাজুল মুসলিমীন এর হিফজ বিভাগের শিক্ষার্থী মেহেরান (১০) আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদরাসার সামনে একই মাদরাসার অপর শিক্ষার্থীর সাথে ফুটবল খেলছিলো। এ সময় মুন তালুকদার (৪৫) নামে এক ব্যক্তি হেটে যাওয়ার সময় অসাবধানবশত তার পায়ের নিচে কিছুটা বল লাগলে ক্ষিপ্ত হয়ে সে ছোট শিশুটির গলা ধরে আছাড় মারে । শিশুটি এ সময় আঘাত এবং প্রচন্ড ভয় পায় ।

খবর পেয়ে খানজাহান আলী থানার এস আই মোঃ মাসুদ ঘটনাস্থলে পৌঁছান । সন্ধার পর থেকে মাদরাসা ছাত্রকে নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে ।

মাদরাসার অভিভাকরা বলেন, পবিত্র মাহে রমজান মাসে রোজারত অবস্থায় থাকা হিফজ বিভাগের কোমলমতি শিক্ষার্থীর উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়না। অভিভাবকরা অতিদ্রুত ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

এ ব্যাপারে মাদরাসাটির পরিচালক মুফতী রিয়াজ উদ্দিন খান বলেন, ঘটনার সময়ে আমি মাদ্রাসাতে ছিলাম না। পরে মাদ্রাসার সিসি ফুটেজে ঘটনাটি দেখেছি। যেহেতু মাদ্রসার শিক্ষার্থী আঘাত ও প্রচন্ড আকারে ভয় পেয়েছে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। আগামীকাল মাদ্রাসায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে । এ ঘটনায় এলাকাতে তীব্র ক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!