খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

শিরোমনি জুট স্পিনার্স মিল চালু ও চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মতবিনিময়

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্প এলাকার বন্দকৃত জুটস্পিনার্স মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়েছে । জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাব উদ্দিন, লিয়াকত মুন্সি , সেকেন্দার আলী, কেসমত আলী, আলাউদ্দিন, আনছার, শাহ মনিরুল ইসলাম, হোসেন আলী , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক। প্রমুখ।

সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ এর দাবিতে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ রোববার ৩ এপ্রিল সকাল ১১ টায় খুলনার রুপসাস্থ বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!