খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

শিরোমণিতে তিনটি প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার বেলা ২টায় শিরোমণি শিল্পনগরী ও বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।

এসময়ে শিল্পনগরী সিটি ফুড ইন্ডাষ্ট্রিজে ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২০ হাজার টাকা ও শিরোমণি বাজার নিরঞ্জন ঘোষের আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা এবং দুলাল ঘোষের নিউ সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় তাদেরকে সহযোগীতা করেন খানজাহান আলী থানার অফিসার ও ফোর্সগণ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!