খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ৩ ‌
  গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬৭ ফিলিস্তিনি

শাহরুখের দলের নেতৃত্বও পেলেন নারাইন

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী আসরে দল কিনেছেন বলিউড কিং শাহরুখ খান। যার নাম দিয়েছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (এলএএনআর)। এবার সেই দলের নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনিল নারাইনের হাতে তুলে দিলেন তিনি।

আইপিএলের টিম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ। সেই দলের অন্যতম সদস্য নারাইন। দুইবার আইপিএল শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তার। এবার এলএএনআরের অধিনায়কত্ব পেলেন তিনি।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মূলত কেকেআরের অঙ্গ দল হচ্ছে এলএএনআর। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ক্যারিবীয় কোচ ফিল সিমন্স।

এলএএনআরের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ভারত অরুণ। সহকারী কোচ হয়েছেন নেদারল্যান্ডস কিংবদন্তি রায়ান টেন ডেসকাট।

১৩ জুলাই পর্দা উঠবে এমএলসির উদ্বোধনী মৌসুমের। নতুন টুর্নামেন্টে নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নারাইন। তার বিশ্বাস, চ্যালেঞ্জ মোকাবিলা করে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে সক্ষম হবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জল্পনা ছিল মার্কিন মুলুকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বরবারই নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ভেবেছি আমি। এবার দলের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করছি। আমি জানি, আমার জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

লস অ্যাঞ্জেলসের স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, জেসন রয়, রাইলি রুশো, মার্টিন গাপটিল ও অ্যাডাম জাম্পাসহ বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নাম। তারকা ক্রিকেটারদের দিয়ে গড়া দল নিয়ে দারুণ আশাবাদী নারাইন। আগামী ১৩ জুলাই নিজেদের প্রথম ম্যাচে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে লড়বে তারা।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!