খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

শার্শায় মাদক অভিযানে কারবারির ছুরিকাঘাতে এএসআই জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার পল্লীতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে বিক্রেতা সিন্ডিকেটের ছুরিকাঘাতে থানার এএসআই আল-আমিন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়ার কোরবান ডাক্তারের বাগানের ভেতর পুকুরপাড়ে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করতে না পারলেও কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই সিদ্ধার্থ, এসআই রাশেদ ও এএসআই আল-আমিনসহ একদল পুলিশ ওই এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এসময় আল আমিন মাদক বেচাকেনারত অবস্থায় বিক্রেতা সাকিবকে আটক করে। এক পর্যায়ে সাকিবের সাথে এএসআই আল আমিনের ধস্তাধস্তি হয়। ধাক্কাধাক্কিতে সাকিব ও এএসআই আল-আমিন ঘটনাস্থলের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এসময় মাদক বিক্রেতা সাকিব তার কাছে থাকা গাঁজা কাটা কাচি দিয়ে এএসআই আল আমিনের বাম পায়ের হাটুতে আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ এএসআই আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাতের স্থানে তিনটি সেলাই দেয়া হয়েছে। এরপর পুলিশ রাতব্যাপী ঘটনার জড়িত মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরসহ জড়িতদের আটকে অভিযান চালায়। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে এবং হাটুতে আঘাতের চিহ্ন ছিল। সঙ্গীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই বর্তমানে সুস্থ আছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!