যশোরের শার্শায় অভিনব স্টাইলে পা ভাঙ্গা রোগী সেজে ফেন্সিডিল বহনের সময় দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ানের ছেলে জামাল হোসেন ও শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা হতে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-৫১২৬) এর গতিরোধ করে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে থানা পুলিশ।
শার্শা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক ব্যাবসায়ী চক্র বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেল ও শার্শা থানার এস আই রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাতমাইল এলাকায় অভিযান চালায়। এসময় তারা ওই প্রাইভেট কার থামিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। গাড়িতে পা ভাঙ্গা রোগী জামাল হোসেনের পায়ের প্লাস্টার কেটে নিষিদ্ধ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান প্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের জানান, পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে জামাল হোসেন ও তার সহযোগী এর আগেও শার্শা সীমান্ত হতে ১২/ ১৪ বার ফেনসিডিল বহন করেছে বলে স্বীকার করে এবং তা উচ্চ মূল্য রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে। তার নামে ঝিকরগাছা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই