দুটি টেস্ট সেঞ্চুরি থাকলেও ওয়ানডে ম্যাচে নাজমুল হোসেন শান্তর কোনো সেঞ্চুরি ছিল না। এবার সেই শূন্যস্থান পূরণ করলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আর তাতে বড় লক্ষ্যে ভালোভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শান্তকে সঙ্গ দিচ্ছিলেন তাওহিদ হৃদয়। ৪৯ বলে হৃদয় অর্ধশতক তুলে নেয়। তার ব্যাটে দ্রুত রান এগিয়ে যাচ্ছিল। তবে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ডান হাতি এই ব্যাটার। ৫৮ বলে ৬৮ রান করেন তিনি।
এরপর নাজমুল পুল করেছিলেন, তবে ক্যাচ গেছে আরেক সেঞ্চুরিয়ারন হ্যারি টেক্টরের হাতে। নাজমুলের দারুণ ইনিংস শেষ ১১৭ রানে, খেলেছেন ৯৩ বলে। উঠে যাওয়ার আগে নতুন ব্যাটসম্যান মিরাজকে নাজমুল বলে গেলেন, ‘মুশি ভাইয়ের সাথে ব্যাটিং করতে থাক, মুশি ভাইয়ের সাথে ব্যাটিং করতে থাক…’। মুশফিক ও মিরাজ—বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি এখন ক্রিজে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান।
শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে ৫০ ওভার থেকে কমিয়ে ৪৫ ওভার করা হয়।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করে আইরিশরা। জবাবে ১৭ ওভার পর্যন্ত ১০১ রান তুলতেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। তবে এরপরেই শান্ত আর তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
ম্যাচটিতে ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। যেখানে তিনি ১১টি চার ও ২টি ছক্কার মার হাঁকিয়েছেন। অন্য দিকে হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
খুলনা গেজেট/এমএম