নড়াইেলর লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে পাখী শিকারীর বিষ মাখানো খাবার খেয়ে ৩৯ টি কবুতর মারা গেছে। এ ঘটনায় শিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কবুতরের মালিক। ঘটনার পর থেকে শিকারী জাহাঙ্গীর গা ঢাকা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল গ্রামের রফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ঘুঘু শিকারি। স্ত্রীকে সাথে নিয়ে তিনি লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে বসবাস করেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ঘুঘু মারার জন্য বাড়ির পাশের জমিতে সরিষার মধ্যে ফুরাডান বিষ মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে একই এলাকার আজিবার মল্লিকের ছেলে সাইফুল ইসলাম মল্লিকের পোষা ৩৯টি কবুতর মারা যায়। ঘটনার পর পরই অভিযুক্ত জাহাঙ্গীর গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় কবুতরের মালিক সাইফুল ইসলাম শনিবার বিকালে লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
লোহাগড়া থানার আফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।