চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্তু বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোশিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সিভিল সার্জনের অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোশিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আনিচুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক রওশন আরা, সদর উপজেলা কমিটি সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সদর উপেজলার সাংগঠিনক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস প্রমূখ।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাই অবিলম্বে তাদের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। এসময় সদর উপজেলার ৩৯ টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম