খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

লোহাগড়ায় ক্ষুরের আঘাতে গুরুতর আহত যুবক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া শহরে মাদক কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে রবিন খান (২২) নামে এক যুবককে ক্ষুর দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ জুলাই ) দুপুর দেড়টার দিকে লোহাগড়া প্রেস ক্লাবের পেছনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত রবিন খান লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার ব্যাপারীপাড়ার ইবাদত খানের ছেলে।

আহত রবিন অভিযোগ করে বলেন, জয়পুর গ্রামের পিন্টু মাঝেমধ্যে আমাদের এলাকায় মাদক কিনতে আসতো এবং মা-বোনদের দিকে কু-দৃষ্টি দিত ও অকথ্য ভাষা ব্যবহার করতো। আমি তাকে বারবার নিষেধ করি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। এ ঘটনার বিচার চাই আমি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জয়পুর গ্রামের ফজলুর রহমান ফেলুর ছেলে পিন্টু (২৪) ও তার এক সহযোগী পথরোধ করে রবিনের ওপর অতর্কিতভাবে ক্ষুর দিয়ে আঘাত করে। হামলার পর রক্তাক্ত রবিন দৌঁড়ে লোহাগড়া বাজারে তাদের পারিবারিক দোকানে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রবিনের পরিবারের সদস্যরা।

অভিযুক্ত পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!