খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

লোহাগড়া পৌরসভায় নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের জয়

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) বর্তমান মেয়র আশরাফুল আলম জগ প্রতীক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতীক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন ।

নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।

কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২ নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩ নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪ নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫ নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬ নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া, ৭ নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮ নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯ নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু, সংরক্ষিত মহিলা ১ নং আসনে সেকেলা বেগম, ২ নং খালেদা জামান, ৩ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি ১১০৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!