নড়াইলের লোহাগডা পৌরসভার জয়পুর গ্রামে বালুর চাতাল ভেঙে কাঁদা-পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০টি সংখ্যালঘু পরিবার। সোমবার (১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান জয়পুর-নলদী আঞ্চলিক সড়কের পাশে জয়পুর গ্রামে বালি উত্তোলনের জন্য একটি চাতাল নির্মাণ করে প্রায় এক মাস যাবত বালু উত্তোলন করে আসছে। বালির চাতালের চারপাশ জুড়ে রয়েছে প্রায় ১০০ সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি । শুরু থেকেই চাতালের পাড়ের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী বিষয়টি মেয়রকে অবহিত করেন।
মেয়র মশিয়ুর রহমান এলাকাবাসীর কথায় সাড়া না দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। কিন্তু কাঁদা-বালি মিশ্রিত পানির চাপে সোমবার বিকালের দিকে চাতালের পাড় ভেঙে বসতবাড়ির ভেতরে বালু-পানি ঢুকে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে তীব্র শীতের মধ্যে হঠাৎ করে বালির চাতালের পাড় ভেঙ্গে বসতবাড়িতে কাঁদা-পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম দুর্দশায়।
এ বিষয়ে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান মুঠোফোনে জানান, ‘ সমস্ত নিয়ম-কানুন মেনে বালু উত্তোলন করার চাতাল বানিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমনটি কিভাবে হল বুঝতে পারছি না। চাতালে কর্মরত যারা আছে, তাদের সাথে কথা বলে বিষয়টির সুরাহা করা হবে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফরিন জাহান বলেন, ‘ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টিএ