সাম্প্রতিক সময়ে লিটন দাসের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য তুমুল সমালোচনা চলছে। এর যৌক্তিক কারণও রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়ার পর প্রথম টেস্টেও তিনি ছিলেন ব্যর্থ। তার ওপর প্রশ্ন উঠছে টেস্টে তার উইকেট বিলিয়ে আসার ধরন নিয়ে। তবে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার থেকে ভালো কিছুর আশা করছেন বাংলাদেশ কোচ নিক পোথাস।
চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। সেই টেস্ট শুরুর আগেরদিনও আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে তিনিই টাইগারদের প্রতিনিধি হয়ে এসেছিলেন। এ সময় লিটনকে নিয়ে পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’
লাগাতার সমালোচনা না করে, লিটনকে সুযোগ দিলে ভালো করবেন বলেও আশা পোথাসের, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই, আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’
টেস্ট দলে থাকা তরুণরাও ব্যাট হাতে সেভাবে রান পাচ্ছেন না। তবে ভারপ্রাপ্ত এই প্রধান কোচ আগলে রাখলেন তাদেরও, ‘মনে হয় আমরা আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে আমাদের দলটা এখন খুবই তরুণ ও অনভিজ্ঞ। এর আগে অনেক এলিটদের সমন্বয়ে একটা দল ছিল। এখন আমাদের আবার তৈরি করতে হচ্ছে। আমি এই একটা ব্যাপারেই সবাইকে অনুরোধ করব– ধৈর্য ধরুন।’
আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ইতোমধ্যে সিলেটের মাটিতে হওয়া প্রথম ম্যাচে স্বাগতিকরা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ফলটাও এসেছিল সেরকম, রেকর্ড ৩২৮ রানের ব্যবধানে হেরে ১-০ তে এগিয়ে আছে লঙ্কানরা। ফলে এখন টাইগারদের সামনে কেবল সিরিজ ড্র করার সুযোগ রয়েছে। যার জন্য জয়ের কোনো বিকল্প নেই।
খুলনা গেজেট/ এএজে