সিরিজ জয়ের ম্যাচে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে দারুণ শুরু করেছিলেন লিটন ও নাঈম। দুই সুইপ, দুই চার। তবে লিটন দাস সন্তুষ্ট হতে পারলেন না তাতে। কোল ম্যাকনকির বলে আবারও বড় শট খেলতে গিয়েছিলেন, তবে গতি বুঝতে পারেননি। মিস করে গেছেন পুরোপুরি। আম্পায়ার শরফউদ্দৌলা আঙুল তুলেছেন, বেশ কিছুক্ষণ ভেবে, নাঈমের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত রিভিউ না করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। তিনি ফিরলেন ১১ বলে ১৫ রান করে, ২৩ রানে ১ম উইকেট হারাল বাংলাদেশ। তিন নম্বরে এসেছেন মেহেদী হাসান।
তিনে এসে মেহেদী হাসান খেললেন ৪ বল, তবে স্বস্তিতে ছিলেন না। আগের ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রেখেছিলেন। এজাজ প্যাটেলের বলে প্রথম স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে গেছেন অল্পর জন্য। এরপর জোরে ওপর খেলতে গিয়ে মিস করেছেন। শেষ পর্যন্ত আউট হলেন ঘুরিয়ে খেলতে গিয়ে। মিড-অনে ভালো ক্যাচ নিয়েছেন হেনরি নিকোলস।
সাকিব আল হাসানও শুরু থেকেই শট খেলার চেষ্টা করার লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন, তবে ব্যর্থ হয়েছেন তিনিও। প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি কোনো রান না করেই। ২৫ রানেই বাংলাদেশ হারিয়েছে তৃতীয় উইকেট।