যশোরের চৌগাছায় “দৈনিক প্রথম আলো”র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও ৯৮ বছর আগের কালো আইনে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ বেলা সাড়ে ১১ টায় চৌগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু্, সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাবের সম্পাদক দৈনিক সমাজের কথার চৌগাছা প্রতিনিধি প্রভাষক অমেদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল কবীর, যুগ্ম সম্পাদক প্রভাষক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ দৈনিক যায়যায়দিনের চৌগাছা সংবাদদাতা আসাদুজ্জামান মুক্ত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক স্পন্দনের চৌগাছা প্রতিনিধি মাস্টার বাবুল আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক লোকসমাজ সংবাদদাতা মাস্টার এমএ রহিম, পত্রিকা বিষয়ক সম্পাদক দৈনিক আমার সময়ের প্রতিনিধি মাস্টার আব্দুল আলীম, দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা ও প্রজন্মের ভাবনা প্রতিনিধি শ্যামল দত্ত, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা অধ্যক্ষ আবু জাফর, দৈনিক পূর্বাঞ্চল সংবাদদাতা কাজী আসাদুল ইসলাম, দৈনিক সময়ের আলো সংবাদদাতা প্রভাষক আজিজুর রহমান, দৈনিক কল্যাণ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মোহনা টিভির চৌগাছা প্রতিনিধি আলমগীর কামাল, সদস্য দৈনিক আমাদের সময় ও দ্যা বিজনেস স্টান্ডার্ড প্রতিনিধি আজিজুর রহমান, প্রমুখ।
খুলনা গেজেট/কেএম