খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

রূপসায় বোমা বিস্ফোরণে ২২ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল, বাদশা জমাদ্দার, মো: রিপন আকন, সৈয়দ আবু হানিফ সোহাগ, মো: শহিদুল ইসলাম, এস এম কামাল উদ্দীন, জাহাঙ্গীর হাওলাদার ও ইমরান আলী মীর।

এছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন, মো. শাহাবুদ্দিন এজারাদার, মো. মাহমুদ আলম লোটাস, তুহিন, মো. আতাউর রহমান রুনু, রাঙ্গু সোহেল, মো. রুবেল মীর, মো. ইউনুস আলী শেখ, মো. মিজানুর রহমান, মো. বাবুল শেখ, মো. আক্তার শেখ, মো. আব্দুল মালেক শেখ, মো. সাইফুল বাইক, মো. কবির শেখ, মো. শাহাজালাল লস্কর, শফিকুল ইসলাম শেখসহ অজ্ঞাত ৫০/৬০ জন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার আমদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর পর দু’টি বোমার বিস্ফোরণ হয়। বোমার শব্দ পেয়ে থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে পুলিশের হাতে ৭ জন আটক হয়। তাদের কাছ থেকে একটি ব্যাগ থেকে আরও ৫ টি বোমা উদ্ধার করা হয়। রাতে পুলিশের হাতে আটকসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা সেখানে বসে অর্ন্তঘাত কর্মকন্ডের পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা বfস্তবায়নে জনমনে আতংঙ্ক সৃষ্টির জন্য পর পর দু’টি বোমা বিস্ফোরণ ঘটায়। রাতে থানার এস আই মো: কামরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!