খুলনার রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭) – ২০২৩ এর উদ্বোধন হয়েছে। ১৪ জুন বিকেলে উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বাশির আহম্মাদ লালু, আঃ কাদের, আছাবুর রহমান মোড়ল, মাসুম শেখ, আঃ রহমান ঢালী, খেলা পরিচালনা করেন মোক্তার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান।
আইচগাতী ইউনিয়ন বনাম নৈহাটি ইউনিয়নের মধ্যে উদ্বোধনী ম্যাসে কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নৈহাটি ইউনিয়ন ৫ – ৪ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া বিকাল সাড়ে ৪টায় শ্রীফলতলা ইউনিয়ন বনাম টিএসবি ইউনিয়নের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টিএসবি ইউনিয়ন ১-০ গোলে শীফলতলা ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়।
খুলনা গেজেট/কেডি