খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

রূপসায় দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রি/বিনা নতুন জাতের ধান চাষ করা। জৈব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহার করা। ফলে মানুষ বিষমুক্ত সবজি ও ফসল পাবে। আমারা এভাবে চাষাবাদ করার জন্য এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। কথাগুলো বলেন খুলনার রূপসা উপজেলায় প্রশিক্ষণ গ্রহণকারী কৃষক মো. নাদের আলী ভূঁইয়া।

প্রশিক্ষণ গ্রহণকারী কৃষক বিশ্বজিৎ হালদার জানান, ফসলে বার্মিক কম্পোস্ট সার ব্যবহার করলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে। পোকামাকড় মারার জন্য ক্ষেতে ডাল পোতা, বিভিন্ন ফাঁদ ব্যবহার করা, মেহগনির তেল, জৈব বালাই নাশক ব্যবহার করা। এতে পরিবেশের কোন ক্ষতি হবে না, মানুষ রোগাক্রান্ত কম হবে। এ সকল বিষয় আমার আগে জানা ছিল না, প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারলাম। এখন থেকে এভাবে চাষাবাদ করব।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির জেলা প্রশিক্ষক অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, ব্রি ধান- ২৮ ও ২৯ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়। এই ধানের পরিবর্তে নতুন জাত ব্রি ধান- ৮১, ৮৪, ৮৮, বঙ্গবন্ধু ধান ১০০ ও ১০২। লবণাক্ত জায়গায় চাষের জন্য বেশি উপযুক্ত ব্রি ধান- ৬৭, ৯৭, ৯৯ জাতের ধান। হিরা ধান-২৫ এর উৎপাদন বেশি শতক প্রতি এক মনের বেশি ফলন পাওয়া যায়। জমিতে সুষম সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। কতটুকু জমিতে কি পরিমান সার কখন, কিভাবে দিতে হবে তা জানার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি সম্পর্কে নতুন অনেক জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন। এই অর্জন ধরে রাখা আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সামনে এগিয়ে যেতে চাই। তিনি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সকল কথা বলেন।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ব্রি/বিনা কর্তৃক উদ্ভাবিত বোরোধানের জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি, জৈব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন, তৈলবীজ, সবজি, মসলা ও ফলের উন্নত জাত পরিচিতি ও আধুনিক উৎপাদন প্রযুক্তি রূপসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ ফেব্রুয়ারি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলমগীর হোসেন সহ প্রশিক্ষণার্থী কৃষকগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!