খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র সার্বিক সহযোগিতায় আঠারোবেঁকী নদীর কোলঘেঁষে রূপসা উপজেলাধীন শ্রীরামপুর বিল সংলগ্ন ওয়াপদা ভেঁড়িবাধ ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় তিনি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূবাইয়া তাছনিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার, আওয়ামীলীগ মোঃ ইলিয়াস শেখ, শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুর রউফ কোরেশি, সাধারণ সম্পাদক মোঃ মোমরেজ আলী, সাংবাদিক ফ ম আইয়ুব আলী, ইউপি সদস্য আশাবুর রহমান, শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ কামরুল হাসান শান্ত, কার্যনির্বাহী সদস্য মোঃ দাউদ আলী, কৃষক মোঃ মাহবুব শেখ, জাহাঙ্গীর শেখ, আলহাজ্ব জহির, মোঃ মহসিন, মোঃ আব্দুল হক, মোঃ এজাজুর, মোঃ আলকাছ, মোঃ জনি, মোঃ আওয়ালসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএ