খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী
  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

রূপপুরের মালামাল নিয়ে ভারত ঘুরে সেজুতি মোংলায়

গেজেট ডেস্ক

রুশ জাহাজে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার কারণে ভারত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল এসেছে মোংলা বন্দরে। এসব মালামাল নিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেজুতি।

সম্প্রতি সাতটি কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালগুলো সরাসরি এসব জাহাজে দেশে আসতে পারেনি। এসব মালামাল খালাস হয় ভারতে। এরপর ভারত থেকে সেগুলো দেশে এলো।

স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইনসের পরিচালক এইচ এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে আসা এমভি সেজুতি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ১০৪৮ মেট্রিক টন স্ট্রাকচার ও মেশিনারি পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু পর তা সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাবে।

এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এমভি সেজুতি রূপপুরের মালামাল নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। ভারতে ট্রানজিট হয়ে রূপপুরে জন্য মালামাল নিয়ে আসার প্রথম চালান এটি। এর আগে রূপপুরের সব পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে। গত ২২ জানুয়ারি এমভি কামিল্লা এবং ২৯ জানুয়ারি এমভি আনকাসান ও সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিল মোংলা বন্দরে।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মালামাল নিয়ে রওনা হয়েছিল রাশিয়ান জাহাজ এমভি উরসা মেজর। গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভেড়ার শিডিউল ছিল জাহাজটির। কিন্তু নিষেধাজ্ঞার আওতায় থাকায় সেই জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। পরে উরসা মেজর পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পেরে ফেরত যায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!