সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো দেড় হাজার কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতায় অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। রাসায়নিক দ্রব্য মেশানো এ সকল আম ঢাকায় পাঠানো হচ্ছিল।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আম ব্যবসায়ী হারুন, বিধান ও মনিরুল অপরিপক্ক আম ঢাকায় পাঠাচ্ছিল। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর কারণে এসব পাকা আমের মতো দেখালেও মূলত: আমগুলো নির্দ্দিষ্ট সময়ের অনেক আগে গাছ থেকে পাড়া হয়েছিল। স্থানীয় সচেতন মহলের সহায়তায় বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী ঘটনাস্থলে পৌছে রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম ও পিকআপ জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ঠ সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস ও অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ এসজেড