খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ
বিজেএমসি চেয়ারম্যানের আশ্বাসে

রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের সকল কর্মসূচি স্থগিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ঘোষিত অনশন কর্মসূচি সহ সকল কর্মসূচি আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করেছে সংগঠনঠি।

পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৬ ফেব্রুয়ারি সন্ধায় বিজেএমসির বোর্ডরুমে বিজেএমসির চেয়ারম্যান মোঃ হায়দার জাহান ফারাস এর সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে তাদের বকেয়া সহ সকল পাওনার ব্যাপারে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয় এর এডিশনাল সেক্রেটারী, ডিজিএফআই কর্মকর্তা, এন এস আই প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসরাফীল খান, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, এসএম জাকির হোসেন, মোঃ জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সকল রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী কর্মকর্তারা (অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদি পায়নি। সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদি পরিশোধ করা হয়নি। অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো কিন্তু বৈঠক থেকে আমাদের নায্য দাবি পুরনের ব্যাপারে বিজেএমসির পক্ষ থেকে অতিদ্রুত পাওনা পরিশোধের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। যার প্রেক্ষিতে আমরা আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করলাম। এর মধ্যে দাবি পুরন না হলে ১ লা মার্চ নতুন করে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!