পবিত্র রমজানে যশোরের ষাটোর্ধ্ব চারশ’ মায়ের পাশে দাঁড়িয়েছে জয়তী সোসাইটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে শহরের মুজিব সড়কের জয়তী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে আড়াইশ’ বৃদ্ধ মায়ের মাঝে ইফতার সামগ্রী ও চাল বিতরণ করা হয়। আরও দেড়শ’ মায়ের মধ্যে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হবে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির সভাপতি আজাদুল কবির আরজু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম, ভিনাইল গ্রুপের প্রতিনিধি অ্যাডভোকেট তজিবর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, রোটারি ক্লাবের সাবেক সভাপতি এজেডএম সালেক, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি যশোরের সভাপতি সাকির আলী, হারুন অর রশিদ ও ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেছা।
ষাটোর্ধ্ব নারীসেবা বাস্তবায়ন কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস।
রমজানে জয়তীর সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত মায়েরা। বারান্দিপাড়ার সখিনা খাতুন ও জোহরা খাতুন বলেন, অতীতেও জয়তী সোসাইটির তাদের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করে এসেছে। এবারও রমজানের প্রথম সপ্তাহে জয়তীর সহযোগিতা তাদের সংসারে অনেক উপকারে আসবে বলে জানান এসব বৃদ্ধ মায়েরা।
খুলনা গেজেট/কেএ