বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড রতন সেন হত্যার ন্যায্য বিচারের দাবিতে ২১ জুলাই খুলনা জেলার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদে ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গণতান্ত্রিক আইজীবী সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও খেলঘর আসর-এর উদ্যোগে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রমিকনেতা এইচ এম শাহাদাতের সভাপতিত্বে ও এস এম চন্দনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোজাম্মেল হক খান, কৃষকনেতা এস এ রশীদ, ক্ষেতমুজর নেতা এড. চিত্তরঞ্জন গোলদার, উদীচীর আকবর হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির এড. সন্দীপ রায়, কৃষকনেতা আনিসুর রহমান মিঠু, যুবনেতা এড. নিত্যানন্দ ঢালী, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সবাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, উদীচীর কেন্দ্রীয় নেতা সুখেন রায়, রতন সেন লাইব্রেরীর মোজাম্মেল হক, যুবনেতা আফজাল হোসেন রাজু, ক্ষেতমজুর নেতা কিংশুক রায়সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট / আ হ আ