খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নির্বাচন ইস্যুতে আজ থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক শুরু

যে একাদশ নিয়ে নামলো সেনেগাল-নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস এবং সেনেগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে।

এই ম্যাচে মাঠে নামার আগে সেনেগালের জন্য সবচেয়ে বড় দুঃখ, তাদের দলে নেই বিশ্বসেরা তারকাটি। সাদিও মানে। ইনজুরির কারণে যার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সাদিও মানের দুঃখ ভুলে ডাচদের বিপক্ষে ভালো শুরু করতে চায় আলিউ সিসের সেনেগাল।

অন্যদিকে গত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি নেদারল্যান্ডস। এক আসর বিরতি দিয়ে এবার আবারও বিশ্বকাপে খেলতে এসেছে ডাচরা। কোচ লুই ফন গালের হাতে আছে একঝাঁক তারকা ফুটবলার। সুতরাং, দেখার বিষয় কেমন হয় আজকের এই ম্যাচটি।

সেনেগাল একাদশ: ফরমেশন (৪-৩-৩)

এডুয়ার্ডো মেন্ডি, পাপে আবু সিসে, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, ইউসুফ সাবালি, নাম্পালিস মেন্ডি, ইদ্রিসা গুইয়ে, চেইখৌ কৌইয়াতে, বৌলায়ে দিয়া, ক্রেপিন দিয়াত্তা, ইসমাইলা সার।

কোচ: আলিউ সিসে।

নেদারল্যান্ডস: ফরমেশন (৫-৩-২)

আনেদ্রস নোপার্ট, ভিরগিল ফন ডাইক, নাথান একে, ম্যাথিস ডি লাইট, ড্যালি ব্লিন্ড, ডেনজেল ডামফ্রিয়েস, কোডি গাকপো, স্টিভেন ভার্গুইস, ফ্রেঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইন, ভিনসেন্ট ইয়ানসেন।

কোচ: লুইস ফন গাল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!