খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে মঞ্জু

‘যুগে যুগে ধর্ম প্রচারক গণমানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে। মহান যিশু খ্রিস্ট একইভাবে তার অনুসারীদের সৎ কর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া। মহামানবদের জীবন দর্শন যথাযথ উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব।

বৃহস্পতিবার রাতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন।

মহান যিশু খ্রিস্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। মঞ্জু বড়দিনের সব কর্মসূচির সাফল্য কমনা করেন।তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে ফাদার জেমস এর নিকট, রাত ৯টায় সোনাডাঙ্গা ব্যাপিস্ট চার্চে রোনালদো দোবেটাবুর নিকট ও রাতসাড়ে ৯টায় সেন্ট যোসেফ ক্যাথিধ্যান চার্চে আনন্দ মন্ডলের নিকট ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, বদরুল আনাম খান, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, মেহেদী হাসান সোহাগ, হাসনা হেনা, তৌহিদ খোকন, গোলাম নবী ডালু, ইকবাল হোসেন, সাইফুল মল্লিক, আরিফুল রহমান আরিফ, শরিফুল ইসলাম, মুসফিকুর রহমান অভি, রাজু মল্লিক, ইমরান হোসেন, কওসারী জাহান মঞ্জু, আল মামুন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!