যশোরের ১২ পুলিশ পরিদর্শককে খুলনা রেঞ্জের ডিআইজি বিভিন্ন জেলায় ও অভ্যন্তরিন বদলির আদেশ দিয়েছেন। খুলনা ডিআইজির দপ্তর থেকে এক আদেশে সম্প্রতি বদলির এ আদেশ দেয়া হয়েছে। এ সব পুলিশ কর্মকর্তারা এক জেলায় দীর্ঘদিন চাকরি করায় তাদেরকে বদলি করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলমকে মাগুরা জেলায়, একই থানার পরিদর্শক ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং শাহজাহান আহমেদকে বাগেরহাট জেলায়, নাভারণ সার্কেলের পুলিশ পরিদর্শক রোকিবুজ্জামানকে খুলনা জেলায়, শার্শা উপজেলার বাঁগআচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফরিদ আল ভূঁইয়াকে নড়াইল জেলায়, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমানকে চুয়াডাঙ্গা জেলায়, যশোর ডিএসবির পরিদর্শক ফকির আজিজুর রহমানকে কুষ্টিয়া জেলায়, শার্শা থানার অফিসার ইনচার্জ পরির্দশক বদরুল ইসলামকে যশোর রিজার্ভ অফিস, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানকে শার্শা থানার অফিসার ইনচার্জ, রিজার্ভ অফিসের পরিদর্শক কামাল হোসেনকে বেনাপোল পোর্ট থানায়, বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রাসেল সরোয়ারকে মনিরামপুর সার্কেলে, মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুলকে পোর্ট থানার পরিদর্শক (তদন্ত), যশোরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলামকে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর খ-সার্কেলের পরিদর্শক আকিবুলকে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
গত সপ্তাহ যাবৎ খুলনা রেঞ্জ ডিআইজি অফিস থেকে উপ-মহাপুলিশ পরিদর্শক দপ্তর থেকে উল্লেখিত পদ ও কর্মকর্তাদের বদলির আদেশ দেয়া হয়।
আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে বদলীকৃতদের নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। পুলিশের সূত্রগুলো বলেছে, বদলিকৃতরা যশোর জেলায় দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালনের কারণে বদলির এ আদেশ দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই