যশোরের ঝিকরগাছায় নাশকতার মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৭ জুলাই) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও যশোরের স্থানীয় দৈনিক সমাজের কথার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ ৩৭ জনকে আসামি করা হয়। একই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাংবাদিক শিশির।
অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন। এ মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা গেজেট/এনএম