যশোরে রুস্তম আলী (৫২) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে তার ভাগনে ও ভাগনিরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেলগেট পশ্চিমপাড়ায়। নিহত রুস্তম আলী রেলগেট পশ্চিমপাড়ার আফিল উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে সাদিব হোসেন অভিযোগ করে জানায়, তার বাবা রুস্তম আলী হার্টের রোগী ছিলেন। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাসায় ছিলেন। বিকালে বাবা আমার ফুফাতো ভাইদের বাড়িতে যান জমি বিক্রির পাওনা ৭০ হাজার টাকা চাইতে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ফুফাতো ভাই রাজা, ফুফাতো বোন শিউলি, রানী, স্মৃতি মিলে আমার বাবাকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তারা আমার বাবার বুকের উপরে উঠে তারা পাড়ায় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে আমি খবর পেয়ে বাবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবার মৃত্যু হয়।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব আল মোহাম্মদ রিজভী বলেন, রুস্তম আলীকে ফিজিক্যাল অ্যাসাল্ট রোগী হিসাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনা আমার জানা নেই। এখনই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/কেডি