যশোরের পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমে স্বেচ্ছায় তাদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করেছেন। তারা হলেন, সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান সবদুল হোসেন খান, প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন, কেশবপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, শার্শার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান।
সোমবার (২৭ সেপ্টেম্বর) শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে গণমাধ্যমে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক সভায় চেয়ারম্যানরা তাদের আর্থিক তথ্য তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। তিনি বলেন, যশোর জেলায় ৯৩টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভা আছে। এ সকল প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা আগামীতে এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। তাদের সম্পদ বিবরণী যা নির্বাচনের আগে গতানুগতিক প্রকাশ করে থাকেন, তার বাইরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। যা দেখে জনগণ তাদের মূল্যায়ন করতে পারবে।
সভায় আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ-পরিচালক মাহফুজ ইকবাল, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আচিনুর রেজা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
খুলনা গেজেট/ এস আই