খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

যশোরের চৌগাছা সীমান্তে ২৬ স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ জুন ) সকাল ১০ টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বিজিবি জানায়, চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেইন পিলার ৩৮/২ এস এর ১৩ আর পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থান নেয়। এক সময় একজনকে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা একটি গামছা মোড়ানো অবস্থায় পড়ে যায়। পরে গামছাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ২৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ২৩ গ্রাম। যার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, স্বর্ণের চালানটি চৌগাছা থানায় পরিত্যক্ত দেখিয়ে জমা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!