যশোরে ৩ কোটি টাকার স্বর্ণবারসহ দুই বহনকারীকে আটক করেছে ৪৯ বিজিবি যশোর। শনিবার (২০ মার্চ) দুপুর ১২টায় যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজার থেকে বিজিবি সদস্যরা স্বর্ণসহ দু’জনকে আটক করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
২০ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ৪৯ বিজিবি যশোরের সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল সেলিম রেজা বিফ্রিং করে এ তথ্য দিয়েছেন। তিনি জানান বিজিবি দীর্ঘদিন হুন্ডি, মাদক, চোরাচালান, স্বর্ণ আটকের জন্য বিশেষ পরিকল্পনা করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ দুপুরে ১২ টায় যশোর শহরতলীর বাহাদুরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
সহকারি পরিচালক ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শরিয়তপুর থেকে বেনাপোলগামী ফেইম পরিবহন তল্লাশী করা হয়। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এরা হচ্ছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল (৩০) ও রাজবাড়ি সদর উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের মৃত আব্দুল গনি মিজির ছেলে হোসেন মিজি (৩৭)। এদের দখল থেকে ৪.৫৪০ কেজি ওজনের ১৩টি স্বর্ণ বার উদ্ধার হয়। যার মূল্য ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ ও মামলা দায়ের হয়েছে।
বিজিবি অধিনায়ক জানিয়েছেন, ওই চক্রে আরো যারা জড়িত তাদের আটকে গোয়েন্দা তৎপরতা চালানো হবে।
খুলনা গেজেট/এমএইচবি