খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরে ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত দু’জনের মৃত্যু, আক্রান্ত ১৪১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গত ১৭ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন ও মারা গেছেন ২ জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত জুন মাসের শেষ নাগাদ যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এরপর ১ জুলাই থেকে স্বাস্থ্য বিভাগ এ নিয়ে নড়েচড়ে বসতে শুরু করে। তারা জেনারেল হাসপাতালে পৃথক ডেঙ্গু কর্ণার খুলে সেখানে এ রোগে আক্রান্তদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে। সিএস অফিসের তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। এদের মধ্যে অভয়নগরে ২ জন, শার্শা ২ ও বাকি ৫ জন সদর উপজেলা এলাকায়। এছাড়া ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে এসেছেন ৩৩ জন। এ হিসেবে গত ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪১ জন। এরমধ্যে ১০৮ যশোর সদর উপজেলা এলাকার ও বাকিরা অভয়নগরসহ বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ ও মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি আছেন ৩২ জন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!