যশোরসহ দেশে ২২ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে শীত আরও যশোরে হাঁড় কাঁপানো শীতে অসহায় মানুষ, বইছে শৈত্যপ্রবাহ বেশি অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো এ শীতে যশোরাঞ্চলের মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের বেঁচে থাকা এখন দায় হয়ে পড়েছে। আগামী ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন সকাল ৬টায় যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যশোরসহ কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে, কনকনে শীতের কারণে যশোরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শুক্রবার সকালে সূর্য ওঠায় শীত কিছুটা কম ছিল। মানুষ রোদে দাড়িয়ে শীত নিবরণ করতে পারছিল। কিন্তু সন্ধ্যার পর থেকেই তীব্র শীতে মানুষ কাহিল হয়ে পড়ে। রাতে এ শীত আরো ভয়াবহ হয়ে ওঠে। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যায়। এ অবস্থায় শীতে গরীব মানুষের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে।
খুলনা গেজেট/এনএম