হত্যা চেষ্টার অভিযোগে যশোরে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার এ মামলাটি করেছেন সদর উপজেলার ইছালী গ্রামের বাক্কার হোসেনের মেয়ে মাহফুজা খাতুন।
অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে রানা, তার মা জামেলা ও বোন রুনা খাতুন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক গোলাম কবির ঘটনাটি তদন্ত করে মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৯ সালের ২৮ জুলাই রানার সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় রানা দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদীর পিতা সে সময় তাকে একলাখ টাকা যৌতুক দেন। বিয়ের পর বাকি একলাখ টাকার জন্য রানা তাকে নানাভাবে অত্যাচার করতে থাকে। এরমাঝে তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু তারপরেও অত্যাচার অব্যাহত রাখে রানা। গত ৫ অক্টোবর রানা মাহফুজাকে মারপিট করে। এসময় শাশুড়ি ও ননদ তার মুখে ভিক্সল ঢেলে দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মাহফুজা। পরে বাবার বাড়ির স্বজনের তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসা শেষে জোর করে ফের মাহফুজাকে রানা তাদের বাড়িতে নিয়ে যায়। সর্বশেষ গত ২৩ অক্টোবর দুপুরে আসামিরা একত্রিত হয়ে মাহফুজাকে বাকি একলাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে। এসময় রানা শ্বাসরোধ করে মাহফুজাকে হত্যা চেষ্টা চালায়। অন্যরাও তাকে মারপিট করে। এসময় মাহফুজা অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাদী আদালতে এ মামলা করেন।