যশোরের কেশবপুরে যাত্রীবাহী ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের কলাগাছি বাজারের আড়খালি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল সাগর (২৩) ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।
গ্রামবাসী জানায়, চুকনগরের দিক থেকে মোটরসাইকেলযোগে দিপু মন্ডল সাগর ও রাজু আহমেদ কেশবপুরের কলাগাছি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়খালি নামকস্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেকারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, দিপু মন্ডল সাগর খুলনার একটি কলেজে পড়াশুনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়কে অকালে তার মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় স্বজনসহ এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম