প্রতিপক্ষের হামলায় যশোরের খালধার রোডে অপু নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। মঙ্গলবার(৭ জুন) সকালে চিহ্নিত একদল উঠতি সন্ত্রাসী তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
স্থানীয় ও থানা সূত্র জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৬ টায় অপু রিকশাযোগে যশোরের মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ৫/৭ জনের একটি উঠতি সন্ত্রাসী দল তার গতিরোধ করে। প্রথমে বাকবিতণ্ডা ও পরে তাকে উপর্যপরি ছুরিকাঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতসহ তার গলাতেও ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পাশের ড্রেনে তিনি পড়ে যান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয় । ঢাকা যাওয়ার পথে ফরিদপুরে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে তার ডিউটি অফিসার এসআই শারমিন জানিয়েছেন।
ঘটনার পরপরই থানার সেকেন্ড অফিসার এস আই আ খ ম মনিরুজ্জামান ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত অপুর নামে থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।