স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু ও শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার মাধ্যমে ১০ টাকা কেজির চাল প্রদানের দাবি জানিয়েছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনার কারণে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। এর মধ্যেও সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছেন। কেবল গণপরিবহনের শ্রমিকরা কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় গণপরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সুযোগ করে দেবার দাবি জানানো হয়। নতুবা শ্রমিকরা চরম খাদ্য সংকটে পড়বেন।
তিনি আরো বলেন, অবিলম্বে শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। যাতে তারা ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারেন। তাহলে শ্রমিকরা এ দুরাবস্থা থেকে পরিত্রাণ পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম