খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ
পুলিশি অভিযানে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

যশোরে মুক্তিপণের টাকাসহ দু’অপহরণকারী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় অপহৃত ব্যবসায়ী দিপু কাজীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্ট্যাম্প, সোনার আংটি, মোটরসাইকেল এবং মুক্তিপণের টাকা। অপহৃত দিপু কাজী চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের হাফিজুর রহমান কাজীর ছেলে। তার চৌগাছা বাজারে কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসানুর রহমান ও উপশহর এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৌমেন দাস জানান, রোববার (২৭ জুন) বিকালে চৌগাছা বাজার থেকে ব্যবসার কাজে মোটরসাইকেল চালিয়ে সোলুয়া বাজারে যান দিপু কাজী। পরদিন ২৮ জুন ছোট ভাই মিঠু কাজীকে ফোন করে জানানো হয়, তার ভাইকে ফিরে পেতে হলে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় মিঠু চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইসাথে জেলা গোয়েন্দা পুলিশকে মৌখিকভাবে জানান।

এরপর ডিবি পুলিশ তদন্তে নেমে অপহরণকারীদের মঙ্গলবার (২৯ জুন) টাকা দিতে রাজি হওয়ায় যশোর উপশহর এলাকায় তারা মিঠু কাজীকে অনুসরণ করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্য টাকা নিতে আসে। পুলিশ সাথে সাথে তাকে আটক করে। পরে তার দেখানো মতে সদর উপজেলার শেখহাটি বিশ্বাসপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা স্থান ত্যাগ করে। পরে অপহরণচক্রের সদস্যদের অনুসরণ করে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর থেকে অপহৃত দিপু কাজীকে উদ্ধার ও চক্রের একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি সোনার আংটি, ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্প ও তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিঠু কাজী বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!