খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরে মাদক মামলায় একজনের ৩ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

Jashor MAp

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তির তিন বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ত দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ফরহাদ হোসেন মিলন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে বারপোতা গ্রামে কয়েকজন মাদক নিয়ে অবস্থান করছে। এরই ভিত্তিতে তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক ফরহাদ ও তার মোটরসাইকেলের আরোহী টাঙ্গাইল জেলার দেলদুয়ার গ্রামের ছানোয়ারের ছেলে শাহীনকে আটক করে। এসময় ফরহাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও শাহীনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই ফিরোজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করেন এসআই হাবিবুর রহমান, ফরহাদকে অভিযুক্ত ও শাহীনকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার সোমবার রায় ঘোষনা করেন আদালত। আদালত পলাতক ফরহাদের তিন বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!