যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা জজ আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশারফ হোসেন বেনাপোলের সাদিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
একই মামলায় আরেক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। খালাসপ্রাপ্ত আসামি একই এলাকার মৃত সোনা মিয়া সওদাগারের ছেলে খোকন সওদাগর। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি নজরুল ইসলাম বকুল।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা রেঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে হেরোইনের কারবার চলছে। ওইদিন বিকেলে চারটার পর ওই গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোশারফ হোসেনকে আটক করে। এসময় অপর আসামি খোকন পালিয়ে যায়। পরে মোশারফের দেহ তল্লাশি করে একশ’ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা রেঞ্জের পরিদর্শক শাহজালাল বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোহাম্মদ আলী শেখ ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার আদালত এ মামলায় আসামি মোশারফ হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অপর আসামি খোকন সওদাগরকে খালাস প্রদান করেন।
খুলনা গেজেট/কেএ