যশোর শহরের শংকরপুর এলাকার বিএনপি কর্মী মশিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শুকুর আলী ওরফে পাচু আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুন) সে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুকুর আলী শংকরপুর হারুন কলোনির মৃত রাজ্জাকের ছেলে।
২০১৮ সালের ২৬ আগস্ট বিকেলে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় স্ত্রীর সামনে মশিয়ারকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। ওইসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মশিয়ার রহমান ওই এলাকার তক্কবর মুন্সির ছেলে।
মশিয়ার রহমান বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে সাতজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই সাতজনসহ আটজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। চার্জশিটে অভিযুক্ত অন্যরা হলেন, শহরের শংকরপুর ইসহক সড়কের মৃত আনোয়ার কলি আনারের ছেলে গোলাম রসুল ডাবলু, একই এলাকার গোলাম মোস্তফার ছেলে মিশ্র, হারুন ওরফে কাঠ হারুনের ছেলে মামুন, নাছির উদ্দিনের ছেলে সম্রাট, মৃত ধলু মিয়ার ছেলে সানি, আব্দুর রশিদের ছেলে পারভেজ ও মৃত মফেজ পকেটমারের ছেলে রানা।
খুলনা গেজেট/ এস আই