যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে দিকে উপজেলার নিজামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত লতা মিয়া উপজেলার গাতিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের ইঞ্জিনচালিত ভ্যানে চার্জ দেয়ার সময় অসাবধানতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা ময়া মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য (মেম্বর) আমিনুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেডি