শান্ত যশোরকে অশান্ত করার অভিযোগ তুলে রাজপথে বিএনপিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে যুবলীগ। শুক্রবার (২৬ আগস্ট) গভীররাতে আন্দোলনের নামে ফেসবুক লাইভে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের যুবলীগ-ছাত্রলীগের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিকালে প্রেসক্লাব যশোরে নরেন্দ্রপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেই একই ঘোষণা দেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যশোরকে অশান্ত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগনেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রজমান, কাউন্সিলর রাজিবুল আলম, সাহিদুর রহমান রিপন, জেলা যুবলীগের সদস্য শেখ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মামুন, যুবমহিলা লীগ নেতা নাসিমা আক্তার মহুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, গাজী রায়হান মৌমন প্রমুখ।
এদিকে, বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান রাজু আহমেদ। তার গাড়িতে শনিবার সকালে হামলা চালায় একদল সন্ত্রাসী। চেয়ারম্যানের দাবি, অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে তার উপর হামলা করা হয়েছে। এ হামলার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ নেতাকর্মীরা।
খুলনা গেজেট/এসজেড