যশোরের খড়কি দক্ষিণপাড়ার রেলক্রসিং এলাকার আবুল কালাম ও তার ছেলে বিল্লালের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় তাদেরকে বেধড়ক মারপিট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে নয়টায়। স্থানীয়রা গুরুতর জখম আবুল কালাম ও ছেলে ছেলে বিল্লালকে হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। পরে কোতোয়ালি থানা, পুরাতন কসবা ফাঁড়ি ও চাঁচড়া ফাঁড়ি পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আহত বিল্লাল জানান, দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় একই এলাকার লিপ্টন, ইমরান, রায়হান, রিফাতসহ ৭/৮ জন। পরে তিনি ও তার বাবা প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তারা রেললাইন ক্রস করার সময় তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়। এসময় তারা পড়ে গেলে হামলাকারীরা বাবা ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, ওই লিপ্টন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করীম বলেন, খবর শুনে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আহত আবুল কালাম ও তার ছেলে বিল্লালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুরাতন কসবা ফাঁড়িসহ কোতোয়ালি থানারও পৃথক দুটি টিম ঘটনাস্থলে যায়। এছাড়া চাঁচড়া পুলিশ ফাঁড়িরও একটি টিম ওই এলাকায় খোঁজ খবর নেয়। ভুক্তভোগি পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত লিপ্টনের বাবা লুৎফর রহমান। তিনি বলেন, আবুল কালাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী আক্তারুজ্জামান ওরফে ডিকোর অনুসারী। বিভিন্ন সময় তার ছেলেকে হুমকি ধামকি দিতেন তারা। তার ছেলের উপর হামলা করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
খুলনা গেজেট/এনএম