যশোরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিক। কিন্তু এ অপকর্মে তার শেষ রক্ষা হয়নি। ডিবি পুলিশের অভিযানে ঘাতক আটক হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ বাওড় পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। তার নাম ছিল খাদিজা বেগম। পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। মঙ্গলবার প্রেমিক যুবকের সাথে তিনি যশোর ঘুরতে আসেন। এরপর ওই যুবক তাকে বুকভরা বাওড় এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ফেলে পালিয়ে যায়।
ডিবি’র এসআই মাইদুল জানান, এরপর অভিযান চালিয়ে তার নেতৃত্বে একটি টিম ওই যুবককে আটক করে। ওই যুবকের নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, প্রেস ব্রিফিং করে পরে বিস্তারিত জানানা হবে।
এদিকে, হালসা গ্রামের একটি সূত্র জানায়, আটক প্রেমিকের নাম মৃন্ময়। তিনিও পাটকেলঘাটার বাসিন্দা। সকাল ১০ টায় যশোরের হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃন্ময়কে আটক করে। এরপর সে হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করে বলে সূত্রটি জানায়।
খুলনা গেজেট/এনএম